আমাদের কথাঃ

এসো একসাথে হেঁটে ফিরি স্বপ্নের ভেতর
একসাথে মেখে নিয়ে জোনাকি আলো
আমরা ডুবে যাই তীব্র কলরবে।

প্রবাসে থাকলেও নিজের ভাষা ও সংস্কৃতি আমাদের কাছে ভীষণভাবে আপন। আমাদের স্বকীয় ঐতিহ্য এবং স্বতন্দ্র সংস্কৃতি এককথায় অনন্য। আমরা এই পরম্পরা বহন করে নিয়ে যেতে চাই, এই আমাদের দৃঢ় প্রত্যয়।

আমাদের প্রিয় শহর আলমেরে তে এখন অনেক বাঙালি বসবাস করছে। রাস্তাঘাটে কান পাতলেই ভেসে আসে বাংলাভাষা। আমরা এগিয়ে যাই কথা বলার জন্যে। এইভাবে ধীরে ধীরে আমরা একে অপরের সাথে পরিচিত হচ্ছি। যেন ফিরে পাচ্ছি ফেলে আসা নিজের শহর। ঘর ফিরে পেলে শুধু কি চুপচাপ বসে থাকা যায়? তাই আমরা সবাই মিলে একত্রিত হয়ে তৈরি করলাম, “কলরব”। আমাদের সমবেত ভাবাবেগ, চিন্তাধারা ফল্গুধারার মত বিকশিত হোক সমবেত কোলাহলে। আমরা ভেসে যেতে চাই আনন্দে, আড্ডায়, উৎসবে ও ষোল আনাই সাবেকি বাঙ্গালিপনায়।  

আমরা চাই বাঙালি ঐতিহ্য ও তার ঐতিহাসিক ধারাটি শুধুমাত্র বাঙ্গালিই নয়, ভারতীয় ও সমস্ত হল্যান্ডবাসির সাথে শেয়ার করে নিতে। পারস্পারিক দৃঢ়তর মৈত্রি সম্পর্কে আবদ্ধ হতে ও উত্তরোত্তর এর উৎকর্ষতা বৃদ্ধি করতে।

Who are we ?

Welcome to Kolorob family.
Do you miss home?
Is cultural nostalgia rooted deep in your DNA?
If you do, you have reached the right place.
Kolorob is meant to be what it literally means – chirping of birds and provides a platform to interact; have fun; enjoy festivities, food and culture, and most importantly make friends who we hope last for a lifetime. At Kolorob, we like to keep it simple, and aim to give you what matters the most – a slice of home.
Now that you’re family
#letskolorob.